ইভ মানে নারী আর টিজিং মানে উত্যক্ত। পরিভাষায় বলতে গেলে নারীকে উত্যক্ত করা বোঝায়। আমাদের সমাজে ইভটিজিং মানে স্কুল পড়ুয়া কোনো শীক্ষার্থীকে বখাটে দল উত্যক্ত করা। আসলে এর গভীরতা আরও বেশি, শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়।
পরিবারের বাবা কিংবা বড় ভাই যখন নারীদের ছোট করে কথা বলে সেটাও ইভটিজিং। সমাজে যখন কোনো নারীকে হীন চোখে দেখা হয়,তাকে যোগ্য সম্মান ও দায়িত্ব থেকে বঞ্চিত করা হয় সেটাও ইভটিজিং।
রাস্তায় চলার পথে যখন নারীদের নিয়ে কেউ বাজে মন্তব্য করে সেটাও ইভটিজিং হিসেবেই গন্য হয়।বাসে যখন কোনো নারীকে কটুক্তি শুনতে হয় সেটাও ইভটিজিং এর বাইরে নয়।
সহজভাবে বললে, নারীকে কেবল তার লিঙ্গীয় পরিচয়ের জন্যে রোজকার জীবনে ঘরে বাইরে যে সকল হ্যারেসমেন্টের স্বীকার হতে হয় তাই ইভটিজিং!
নারীকে মূল্যহীন করে দেখাটা একদল লোকের পেশা হয়ে গেছে। নারীকে ছোট করে দেখাটা পুরুষতান্ত্রিক সমাজে এক প্রকার সভ্যতা হয়ে উঠেছে। আর এটাই ইভটিজিং এর মূল কারন।ইভটিজিং একটি সামাজিক ব্যাধি। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এই ব্যাধিকে দূর করতে হবে।