জন্মসূএে প্রতিষ্ঠিত হোক নারীর অধিকার

আর কতো বঞ্চিত হবে নারীরা? সমাজে নারীরা জন্ম লগ্ন থেকে বঞ্চিত। জন্মের আগে থেকে প্রস্তুতি নেয়া হয় ছেলে বা মেয়ের জন্য কি করা হবে। পুরুষ হলে ভিন্ন আয়োজন আর মেয়ে হলে চিএ ভিন্ন ভাবে পরিলক্ষিত। একটি ছেলে সন্তান বিলাস বহুল জীবন যাপন করে। সেখানে নরীর জগৎ সংকীর্ণ। নারী জীবনের প্রতিটি পদক্ষেপে- পড়াশুনা, খাবার,চলাফেরার মধ্যে বিভিন্ন ভাবে বাধাপ্রাপ্ত। ছোট থেকে পরাধীন জীবন যাপন,তাদের শেখানো হয় মানিয়ে নেয়ার কলা কৌশল। জড় পদার্থের মতো তাদের বসবাস। পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে এক প্রকার বঞ্চনার মধ্যে দিয়ে তাদের বেড়ে উঠা এবং পথ চলা।যুগ হয়তো আধুনিক হয়েছে কিন্তু সমাজে নারীর উপর অত্যাচার চলছে ক্রমশ , পরিবর্তন হয়েছে শাসন ও শোষন ব্যবস্থা। কখনো তারা শারীরিক ভাবে নির্যাতিত কখনো মানসিক ভাবে।তা সুস্পষ্ট ভাবে দেখা যায় সংবাদপএ, পএিকায়, মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয় কখনো অপ্রকাশিত।পুরুষদের জন্মগতভাবে অধিকার তিলক নিয়ে জন্ম হয়। আর নারীদের আমি একজন নারী আমার অধিকার আছে, এ বলে প্রত্যেক এর দ্বারে করা নারতে হয় । আমরা একজন নারী হিসাবে না মানুষ হিসাবে বাঁচতে চাই অধিকার পেতে চাই।

লেখক- সানিলা আরমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *