এই সমস্যায় আক্রান্ত মানুষেরা অন্যদের উপর ইমোশোনালি অনেক বেশি নির্ভরশীল হয়ে থাকেন এবং অন্যদের খুশি করবার জন্য অনেক শ্রম দেন । এই ধরণের মানুষকে বিচ্ছিন্ন হয়ে যাবার ভয়ে সবসময় অনুগ্রাহী, অসাড় এবং অন্যকে আঁকড়ে ধরার প্রবণতা প্রদর্শন করতে দেখা যায় ।
অন্যান্য উপসর্গসমূহ –
১। সিদ্ধান্ত গ্রহণে অক্ষমতা । এমনকি প্রতিদিনের সাধারণ সিদ্ধান্তসমূহ যেমন – কি ধরণের পোশাক পড়বে বা খাবে তা অন্য কারো নিশ্চয়তা ছাড়া নিতে পারে না ।
২।অসাড় এবং অসহায় আচরণ করে একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে যে দায়িত্বগুলো রয়েছে তা এড়িয়ে যেতে চেষ্টা করা । কোথায় চাকুরী করবে বা বসবাস করবে এমন ধরণের সিদ্ধান্ত গ্রহণে সংগী বা বন্ধুর উপর অতিরিক্ত নির্ভরতা ।
৩। কারো কাছ থেকে পরিত্যাগ হবার অত্যধিক ভয় এবং যে কোন সম্পর্কের ক্ষেত্রে সর্বদা ধ্বংস হয়ে যাওয়া বা অসহায় হবার মত এক ধরণের অনুভূতি কাজ করা । একটি সম্পর্ক শেষ হবার সাথে সাথে অন্য সম্পর্কে জড়িয়ে যাওয়া ।
সমালোচনার প্রতি অত্যধিক সংবেদনশীল
১। হতাশাবাদ এবং আত্মবিশ্বাসের অভাব , সবসময় এমন ধারণা পোষণ করা যে তারা তাদের নিজেদের যত্ন নিজেরা নিতে পারবে না।
২। কারো সমর্থন বা অনুমোদন হারিয়ে ফেলার ভয়ে অন্যের সাথে কোন বিষয়ে দ্বিমত হবার বিষয়টি এড়িয়ে যাওয়া ।
৩। আত্মবিশ্বাসের অভাবে কোন কাজ নিজে থেকে শুরু করতে ভয় পাওয়া ।
৪। একা থাকায় অসুবিধা হওয়া ।
৫। অন্যের দুর্ব্যবহার সহ্য করায় ইচ্ছুক হওয়া ।
৬। যার উপর নির্ভরশীল তার প্রয়োজনকে নিজের চেয়েও বেশি প্রাধান্য দেয়া ।
৭। নিষ্পাপ এবং কল্পনাপ্রবণ হবার প্রবণতা
এই সমস্যাটির পিছনে প্রকৃত কারণ এখনো জানা যায়নি । জৈবিক, মনস্তাত্ত্বিক, স্বভাবগত ইত্যদি নানা বিষয়ের সংমিশ্রণে এমন সমস্যা তৈরি হয়ে থাকে । কিছু গবেষক স্বৈরাচারী এবং ওভার প্রটেক্টিভ প্যারেন্টিংকে এর জন্য দায়ী করে থাকেন ।
লেখক – প্রফুল্ল নক্ষত্র
রেফারেন্স
১/https://www.webmd.com/anxiety-panic/guide/dependent-personality-disorder#1
২/https://www.healthline.com/health/dependent-personality-disorder