আর নয় হরতাল, নয় কোনো ভাংচুর,
নয় আর বোমা মেরে কোনো গাড়ি-বাড়ি পুড়িয়ে নগরকে বানানো ধ্বংসস্তূপ।
আর নয়, সহিংসতা কিংবা কোনো ধর্ষণ,
চাই না আর যৌতুক কিংবা বাল্যবিবাহের মতো সামাজিক গজব!
চাই না আর হিংসা-বিভেদ, ঘুচে যাক মাদকসেবন ,
চাই না মোরা আর ভীনদেশিদের ভিক্ষায় দেশের কোনো উন্নয়ন!!!!
সবাই মিলে আজ চলুন আজ শপথ নেই একটা,
এ দেশটা আমরাই আবার গড়বো দিয়ে আমাদের সর্বোচ্চ সততা-নিষ্ঠা।
লেখক – রাইহানা দিনা